শাহজাদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল ১০ নভেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার রূপপুর পীরের পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

নিহত দুই শিশু হলো- পৌর এলাকার রূপপুর পুরান পাড়া গ্রামের মনো আকন্দের ছেলে মিথুন আকন্দ (০৬) ও দ্বারিয়াপুর গ্রামের হানিফের ছেলে ইমরান (০৮)।

বিটিসি নিউজকে শাহজাদপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর জানান, দুপুরে মিথুন ও ইমরান ওই পুকুরে গোসল করতে নামে। এরপর থেকে তারা নিখোঁজ ছিলো। এরপর সন্ধ্যায় পরিবারে লোকজন পুকুরের পানি থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.