সিরাজগঞ্জ প্রতিনিধি: দুধের মূল্য বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে মিল্কভিটায় দুধ সরবরাহ বন্ধ রেখেছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সমবায় খামারিরা। আজ রোববার (০২ নভেম্বর) সকাল থেকে সমবায় তাদের খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করলেও তারা সেই দুধ মিল্কভিটায় সরবরাহ করেনি। তাদের উৎপাদিত দুধ খামারিরা স্থানীয় ঘোষদের কাছে বিক্রি করছে।
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিটিসি নিউজকে জানান, ক্রমাগতভাবে গো-খাদ্যের মূল্য বৃদ্ধি পেলেও সেই অনুপাতে দুধের দাম বাড়ায়নি মিল্কভিটা কর্তৃপক্ষ। বর্তমানে মিল্কভিটা কর্তৃপক্ষ দুধের দাম দিচ্ছে ৪৮ থেকে ৫০ টাকার মধ্যে। এ অবস্থায় দাম ৬০ টাকা করার দাবি জানায় সমবায় খামারিরা। তাই বাধ্য হয়েই দাবি আদায়ে এই কর্মসূচি দিয়েছেন তারা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তিনি।
শাহজাদপুর উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বিল্লাল হোসেন বিটিসি নিউজকে জানান, শাহজাদপুর উপজেলায় ছোট বড় মিলে প্রায় ৩০ হাজার গো-খামার আছে। প্রতিদিন এসব খামার থেকে প্রায় ৫ লাখ লিটার দুধ উৎপাদন হয়। এসব দুই সমবায় খামারিদের মাধ্যমে মিল্কভিটা, বিভিন্ন দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠান ও স্থানীয় ঘোষসহ মিষ্টির দোকানদারদের কাছে বিক্রি করে।
আন্দোলন বিষয় জানতে চাই মিল্কভিটা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কয়েকটি সমবায় সমিতি মিল্কভিটা স্বল্প পরিসরে দুধ সরবরাহ করতে দেখা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

















