শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০

সিরাজগঞ্জ প্রতিনিধি:  সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই’গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদ গ্রুপের সাথে একই গ্রামের তারাব আলী সরকারের লোকজনের গ্রাম্য সমাজ ভাগকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিলো।

এরই জের ধরে আজ শনিবার (২৪ আগস্ট) সকালে তারাব আলী সরকারের লোকজন মজিদ চেয়ারম্যানের সমর্থক শামসুল আলম ও তার লোকজনের উপর হামলা করে। এসময় উভয়পক্ষ লাঠিসোটা, দেশি অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে।

সংঘর্ষ উভয় গ্রুপের বেশ কয়েকজন আহত হয়। পরে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে ওসমান গনিকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এ ঘটনায় পুলিশ প্রতিপক্ষের প্রধান তারাব আলীসহ ২ জনকে গ্রেফতার করেছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.