শার্লি হেবদোর পুরোনো অফিস’র সামনে চাপাতি হামলা, আহত-২

(শার্লি হেবদোর পুরোনো অফিস’র সামনে চাপাতি হামলা, আহত-২–ছবি: সংগৃহীত)

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের ব্যাঙ্গাত্মক পত্রিকা শার্লি হেবদোর সাবেক অফিসের কাছে চাপাতি দিয়ে হামলার ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় বাস্তিল এলাকা থেকে ২ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে খবরে বলা হয়েছে।

আহত হওয়া ২ জন একটি টিভি প্রোডাকশন কোম্পানী কাজ করতেন। তাদের একজন সহকর্মী বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছেন।

প্রিমিয়ারস লিগনেস প্রোডাকশন ফার্মের ওই কর্মী বলেন, বিল্ডিংয়ের বাইরে রাস্তায় আমার ২ জন সহকর্মী ধূমপান করছিল। আমি চিৎকার শুনতে পাই। আমি জানালার কাছে গিয়ে বাইরে উঁকি দিয়ে দেখতে পাই আমার এক সহকর্মী রক্তাক্ত অবস্থায়। পেছন থেকে চাপাতি হাতে ১ জন তাকে দৌঁড়াচ্ছে।

ওই হামলার পর তদন্তের দায়িত্ব গ্রহণ করেছে সন্ত্রাসবিরোধী পুলিশ। হামলার পর পরই ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী।

এছাড়া সাধারণ মানুষজনকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। বোলেভার্দ রিচার্ড লেনরের কাছে ওই হামলার পর ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

পুলিশের একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, আটক হওয়ার ১ জন সন্দেহভাজনের জামায় রক্তের দাগ ছিল।

এর আগে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল যে, এই হামলার ঘটনায় ৪ জন আহত হয়েছে। এমন এক সময় এই হামলার ঘটনা ঘটলো যখন ২০১৫ সালে শার্লি হেবদোর অফিসে হামলার ঘটনায় ফ্রান্সে বিচার শুরু হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গ কার্টুন ছাপার পর ভয়াবহ ওই হামলায় ১২ জন নিহত হয়ে ছিল। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.