শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাধানগর ইউপি’র প্রস্তুতিমুলক সভা


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: শারদীয় দূর্গাপুজা উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রাধানগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শনিবার (০১ অক্টোবর) সন্ধায় রাধানগর ইউনিয়ন পরিষদ হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু জাহেদ।
ইউপি সচিব মোঃ মখলেছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা। প্রধান অতিথি বলেন, দুর্গোৎসব চলাকালে মাদক, জুঁয়া, ইভটিজিং হওয়ার সম্ভাবনা থাকে।
এসময় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ সহ সকল সচেতন নাগরিককে সজাগ থাকতে হবে। কেহ কোন প্রকার অপরাধে জড়িত হলে বা অপরাধ করার চেষ্টা করলে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। কেহ কোন প্রকার অপ্রীতিকর ঘটনা বা কোন অপরাধে জড়িত হলে তাকে আইনের আওতায় আনা হবে।
এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডের অর্থ কমান্ডার মোঃ পশিম উদ্দীন, রাধানগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার জ্যোতিষ চন্দ্র বর্মন, উপজেলা কেন্দ্রিয় দুর্গা মন্দিরের সভাপতি মনোজ রায় হিরু, সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র ঘোষ প্রমুখ।
সভায় রাধানগর ইউনিয়নের সকল পুজা মন্ডপের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন,গ্রাম পুলিশ,আনসার ও দুর্গা মন্দিরের স্বেচ্ছাসেবকবৃন্দা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.