শারদীয় দূর্গাপূজা উপলক্ষে লালপুরে পূজা মন্ডপ পরিদর্শনে সাংসদ বকুল
লালপুর (নাটোর) প্রতিনিধি: শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নাটোরের লালপুরে পূজা মন্ডপ পরিদর্শন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
গতকাল শুক্রবার ও আজ শনিবার দুইদিন ব্যাপি উপজেলার ১০টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার মোট- ৩৭টি পূজা মন্ডপ পরিদর্শনকালে সাংসদ প্রতিটি মন্ডপে নগদ ৩০০০/- টাকা করে অনুদান প্রদান করেন।
পূজা মন্ডপ পরিদর্শনে সফর সঙ্গী হিসেবে ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস্কেন্দান মির্জা, যুগ্ন সাধারন সম্পাদক গোলাম কাওছার, খাইরুল বাসার ভাদু, প্রচার সম্পাদক আনিছুজ্জামান বাবু, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, নাটোর জেলা তাঁতীলীগের যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, লালপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আওলাদ হোসেন, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরে আলম সিদ্দীকি, বিশিষ্ট সমাজ সেবক তোফাজ্জল হোসেন তোফা প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোর) প্রতিনিধি নাহিদ হাসান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.