শাবিপ্রবিতে ব্যাংকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা চোর

 

সিলেট ব্যুরো: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভেতরে থাকা সোনালী ব্যাংকে চুরি করতে গিয়ে জালাল আহমদ নামের এক যুবক আটক হয়েছেন।
আজ শুক্রবার (২৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে ঘটনাটি ঘটেছে।
আটককৃত ব্যক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ডলিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ব্যাংকের ব্যবস্থাপক মো. দিলশাদ আলী ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করে বলেন, রাতে চুরি করতে এসে ব্যাংকের ভেতরে আনসার সদস্যদের হাতে এক যুবক ধরা পড়ে। খবর শুনে দ্রুত সেখানে যাই। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
ব্যাংকের ভেতরে থাকা আনসার সদস্য নজরুল ইসলাম বলেন, রাত ৪টার দিকে আমাদের কানে হঠাৎ জোরে আওয়াজ আসে। আমরা দুজন আনসার সদস্য ব্যাংকের ভেতরে ছিলাম। দ্রুত ওই দিকে যাই। তখন বাথরুমে ঢুকতে চাইলে ভেতর থেকে দরজা বন্ধ পাই। অনেকক্ষণ ডাকাডাকির পর কেউ দরজা খুলছে না দেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীদের খবর দিই। পরে ওই চোরকে হাতেনাতে ধরে ফেলি।
জালালাবাদ থানার (ওসি) নাজমুল হুদা বিটিসি নিউজকে বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ব্যাংকের কর্তৃপক্ষ অভিযোগ দিলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিলেট ব্যুরো প্রধান মো. জাকিরুল হোসেন জাকির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.