শান্ত-জয়ের জুটিতে শতরান পার

বিটিসি স্পোর্টস ডেস্ক: ঢাকা টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই জাকির হোসেনের বিদায়ে চাপে পড়ে টাইগাররা। তবে শান্ত-জয়ের জুটিতে সেই চাপ কাটিয়ে শতরান পার করেছে বাংলাদেশ।
মিরপুরে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহীদি। ব্যাট করতে নেমে শুরুতেই জাকির হোসেন দ্বিতীয় ওভারে মাত্র ১ রানে বিদায় নেন তিনি।
আফগানিস্তানের হয়ে অভিষেক টেস্টের প্রথম বলেই উইকেট পান নিজাত মাসুদ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে মাহমুদুল হাসান জয়কে নিয়ে শুরু বিপদ সামাল দেন নাজমুল হোসন শান্ত।
এরই মধ্যে হাফ সেঞ্চুরি পার করেছেন শান্ত। ৭১ বল মোকাবেলায় ১১টি চারের মারে ৬৩ রানে অপরাজিত শান্ত। অপরদিকে ৩৮ রানে অপরাজিত জয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১১৫ রান।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাসির জামাল, করিম জানাত, আফসার জাজাই (উইকেটরক্ষক), হামজা হোতাক, জহির খান, নিজাতুল্লাহ মাসুদ, ইয়ামিন আহমেদজাই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.