শহীদ কামারুজ্জামানের কবরে মেয়র ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পুষ্পস্তবক অর্পন

:লীগ প্রতিবেদকমহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পন করেছেন শহীদ কামারুজ্জামানের সুযোগ্য সন্তান, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ শনিবার দুপুরে মহানগরীর কাদিরগঞ্জস্থ শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তর্বক অর্পণ করেন তাঁরা।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ এএইচএম কামারুজ্জামানসহ জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সিটি কর্পোরেশনের সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাঘার আড়ানী পৌর মেয়র মোক্তার আলী, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজ সরকার প্রমুখ।#প্রেস বিজ্ঞপ্তি )#

Comments are closed, but trackbacks and pingbacks are open.