BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজশাহীর তালাইমারীতে মহাসড়ক অবরোধ

শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজশাহীর তালাইমারীতে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক: ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজশাহীর তালাইমারী মোড়ে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী ইনকিলাব মঞ্চ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর শিক্ষার্থীরা।

শনিবার (২৬ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৩টা থেকে তারা এ কর্মসূচি শুরু করে। এ সময় কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের নেতাকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারীরা জানান, শহীদ ওসমান হাদি ইনসাফভিত্তিক রাজনীতি ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছিলেন। পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে এবং হত্যার সঙ্গে জড়িতরা দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে তাদের দাবি। অথচ হত্যাকাণ্ডের এতদিন পরও সরকার সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ করেন তারা।

আন্দোলনকারীরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে “দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনার দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। একই সঙ্গে খুনিদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত প্রয়োজনে সারাদিন রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

এদিকে অবস্থান কর্মসূচির কারণে তালাইমারী মোড় সংলগ্ন মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ