শহীদ এ এইচ এম কামারুজ্জামান টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফল

নিজস্ব প্রতিবেদক: নগরীর স্যালেলাইট টাউন হাই স্কুল মাঠে অনুষ্ঠিত শহীদ এ এইচ এম কামারুজ্জামান টি-১০ ক্রিকেট  টুর্নামেন্টের আজ বুধবার মা এগ্রো ৭ উইকেটে হারায় সিটি গার্ডেনকে।

টসে হেওে সিটি গার্ডেন ব্যাট করতে নেমে নির্ধারিত ওভাওে ৯ উইকেট হারিয়ে তোলে ১০৫ রান। জবাবে মা এগ্রো ৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ১০৬ রান। মা এগ্রোর বিদুৎ ম্যাচ সেরা হন।

আজকের খেলায় মুক্তি সংঘ ও দড়িখরবোনা অংশ নেবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান সালাম (বাবুল) রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.