শহর হতে চলেছে ক্যাবল তারের জঞ্জাল মুক্ত

কলকাতা (ভারত) প্রতিনিধি: কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম পৌরসভার নির্বাচনের সময় শহরবাসীদের প্রতিজ্ঞা করেছিলেন যে, নির্বাচন প্রক্রিয়ার শেষে শহরকে তারের জঞ্জাল মুক্ত করা হবে।
সেই উদ্দেশ্যেই গত ১৫ই ফেব্রুয়ারি থেকে নিজে সরজমিনে শহর প্রদক্ষিণ করে মোটামুটি একটি পরিকল্পনা গ্রহণ করেছেন।
প্রাথমিকভাবে দক্ষিণ কলকাতার হরিশ মুখার্জি রোড অঞ্চল,আলিপুর,জাজেস কোর্ট রোড ও ডি এল খান রোডের আড়াই কিলোমিটারের বেশী এলাকার বৈদ্যুতিক তার সমেত ক্যাবল লাইন গুলোকে মাটির তলা দিয়ে নেওয়া হয়েছে।বাকি পর্যায়ের কাজ দ্রুততার সাথে এগোচ্ছে বলে পৌরসভার সূত্রে জানা গিয়েছে।
শহরের অন্যান্য জায়গাগুলোতে দ্রুততার সাথে কাজ করবার জন্য ক্যাবল অপারেটরদের প্রস্তাব আকারে জমা দিতে বলা হয়েছে।
অল বেঙ্গল ক্যাবল অপারেটর এবং ব্রডব্যান্ড অ্যাসোসিয়েশন ফোরামের তরফে চন্দ্রনাথ পাইন বলেন, অনেক জায়গা থেকেই পরিত্যক্ত তারের কুন্ডলি সরানো হয়েছে। আরও কাজ চলছে।
এই কাজে পৌরসভার আলোক বিভাগ এবং বনদপ্তর যৌথভাবে সহায়তা করছে। আসন্ন বর্ষার আগে যাতে সিংহভাগ কাজ সেরে ফেলা যায় সেই লক্ষেই এগোচ্ছে সংশ্লিষ্ট দফতর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.