শহরে সুষ্ঠু ভাবে ন্যায্য ফিতে পার্কিং-র ব্যবস্থা করতে পুরসভার নতুন পদক্ষেপ

 

কলকাতা (ভারত) প্রতিনিধি: শহরে যত্রতত্র পার্কিং ব্যবস্থা রুখতে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কলকাতা পুরসভা।শুধু তাই নয় অধিকাংশ ক্ষেত্রেই বেশী ফি আদায় করে এজেন্সি গুলো। পুরসভার নজর এড়িয়ে এরকম ব্যবস্থা চলে আসছে বলে জানান এক পুর আধিকারিক।
অনেক সময় নাগরিকরা ঝামেলায় না গিয়ে এজেন্টদের চাহিদা মত টাকা দিয়ে দেন। আবার কেউ কেউ চ্যালেঞ্জ করলে নির্ধারিত ফি অনুযায়ী পার্কিং ফি দিয়ে দেন।
কিন্তু কথা হল সমস্ত বড় বড় জায়গাতেই এজেন্টদের কাছে ই-পস মেশিন থাকে। তার মাধ্যমে নির্ধারিত ফি দিয়ে স্লিপ নিতে হয়। কিন্তু অধিকাংশ নাগরিকই ই-পস সিস্টেমের বাইরে গিয়ে এজেন্টদের চাহিদা মত টাকা দিয়ে থাকেন। সেই টাকার কোনও অংশই পুরসভার ভাগে আসেনা।
তাই পুরসভা সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত করে যে,আগামী সপ্তাহ থেকে পুরসভা পুলিশের সহায়তায় অভিযানে নামবেন। ই-পস ছাড়া যাতে কোনওভাবেই পার্কিং ফি আদায় না হয় লক্ষ্য রাখবেন।
 নাগরিকদের নিরাপত্তার ব্যবস্থাতেও নজর রাখা হবে। কারণ আর কিছুদিন বাদে থেকেই পুজো ও উৎসবের মরশুম শুরু হচ্ছে। তাই নিরাপত্তার ব্যবস্থাতেও সুনিশ্চিত পদক্ষেপ গ্রহণ করতে চাইছে পুরসভা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.