শরীয়তপুরে বিএনপি প্রার্থীর ওপর হামলা

শরীয়তপুর প্রতিনিধি: আজ সোমবার  শরীয়তপুরে বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর ওপর হামলা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অর্ধ শতাধিক নেতাকর্মী।

আজ সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নুরুদ্দিন আহমেদ শরীয়তপুরে-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী।

সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে নুরুদ্দিন নেতাকর্মীদের নিয়ে গোসাইরহাট উপজেলার কুদালপুর থেকে মিছিল করে উপজেলা সদরে যাচ্ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে মিছিলটি সদরের পট্টি এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা লাঠি নিয়ে হামলা চালায়। এতে নুরুদ্দিন মাথা ও ঘাড়ে আঘাত পান। পরে নেতাকর্মীরা তাকে উদ্ধার করে কুদালপুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকেন্দ্রে নিয়ে আসেন। হামলার ঘটনায় ওই এলাকায় সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

নুরুদ্দিনের স্বজনেরা বিটিসি নিউজকে জানান, তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হবে।

নুরুদ্দিন দাবি করেন, তাকে মেরে ফেলার জন্য আওয়ামী লীগ প্রার্থীর পক্ষের লোকজন এ হামলা চালিয়েছে। তিনি এলাকায় নিরাপত্তাহীনতার মধ্যে আছেন।

 

বিটিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ মোতায়েন করা হয়। লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.