শরনখোলা উপজেলা পরিষদে উপ-নির্বাচন, জনতার মুখোমুখি তিন প্রার্থী


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরনখোলায় উপজেলা পরিষদের উপ-নির্বাচনের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী তিন প্রার্থী একই মঞ্চে জনতার মুখোমুখি হলেন।

আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে শরণখোলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সর্বদলীয় সম্প্রতীর ঐক্য ফোরাম নামের একটি সংগঠন জনতার মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন শান্ত, জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী খান মতিয়ার রহমান ও জাতীয় পার্টির এ্যাডঃ শহিদুল ইসলাম উপস্থিত থেকে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে শরণখোলা উপজেলা নির্বাচন কর্মকর্তা অঞ্জন সরকারসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় শতাধিক ব্যাক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

তারা তিন প্রার্থীকে এলাকার সমস্যা সম্ভাবনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। প্রার্থীরা যার যার অবস্থান থেকে জনগণকে উত্তর দেন। এলাকার উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।

২০ অক্টোবর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.