শরণখোলায় বিরল প্রজাতির হরিন উদ্ধার, হরিনটি বনে মুক্ত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন থেকে পথ ভুলে লোকালয়ে আসা বার্কিং ডিয়ার নামের একটি বিরল প্রজাতির হরিণকে বনে ফিরিয়ে দেয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসী স্থানীয় বন সুরক্ষা কমিটির সদস্য বৃন্দ ও বনরক্ষিরা  মিলে হরিনটিকে পূর্ব সুন্দরবনের ভোলা ক্যাম্প এলাকায় ছেড়ে দিয়েছেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা জয়নুল আবেদীন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, বৃহস্পতিবার  দুপুরে বন সংলগ্ন সোনাতলা গ্রামে হরিনটি হাটতে ছিলো। তখন এলাকাবাসী, ভিটিআরটি টীম, সিপিজির স্থানীয় সদস্যরা হরিনটিকে ধরে ফেলে বনবিভাগকে জানায়।

শরণখোলা রেঞ্জের বনরক্ষিরা এসে এদিন বিকেলে হরিনটিকে  বনে মুক্ত করে দেয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.