শরণখোলায় বাগান থেকে অজগর উদ্ধার


বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় বাগান থেকে ৭ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। আজ রবিবার(২২ নভেম্বর) দুপুরে শরণখোলা উপজেলার শরণখোলা গ্রামের হানিফ সরদারের বাগান থেকে অজগরটি উদ্ধার করে ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যরা।পরবর্তীতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অজগরটিকে অবমুক্ত করা হয়।
এসময় সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন, ওয়াইল্ড টিমের ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ আলম হাওলাদার, ভিটিআরটি সদস্য মোঃহাচান মুন্সী, সাগরসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদিন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, বন বিভাগ ও ভিটিআরটির সদস্যরা একটি বাগান থেকে অজগরটিকে উদ্ধার করে। পরে আমরা অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করেছি। ৭ ফুট লম্বা অজগরটির ওজন হবে আনুমানিক ৮ থেকে ১০ কেজি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.