শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক: ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় পাবনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
এ সময় দুইটি পরিবহণের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পাবনা শহরের মেরিল বাইপাস মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ২টি পরিবহনকে এক হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়।
পরে অন্যান্য পরিবহনের চালকদেরকে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। পরে শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহনের গায়ে স্টিকার লাগানো হয় ।
ভ্রাম্যমাণ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান পিয়া।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ পধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সরকারী পরিচালক নাজমুল হোসাইন,  পরিদর্শক আব্দুল মমিন।
পাবনা জেলা কার্যালয়ের সরকারী পরিচালক নাজমুল হোসাইন বিটিসি নিউজকে জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে এই অভিযান অব্যাহত থাকবে। শব্দ দূষণসহ সকল প্রকার পরিবেশ দূষণের বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালতে পাবনা জেলা পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জহুরুল ইসলাম / পাবনা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.