শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির বামপন্থী রাজনীতিবিদ অনূঢ়া কুমারা দিশানায়েকে। সদ্য শেষ হওয়া নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।
স্বচ্ছ রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট দিশানায়েকে। তার দেশ শ্রীলঙ্কা অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে চেষ্টা করছে। তিনি নিজেকে এমন একজন হিসেবে উপস্থাপন করেন, যিনি প্রতিষ্ঠিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেন।  
বিশ্লেষকরা মনে করছেন, তার জয় প্রমাণ করে যে, দেশে দীর্ঘদিন ধরে প্রচলিত দুর্নীতি ও পক্ষপাতিত্ব জনগণ প্রত্যাখ্যান করছে।
শ্রীলঙ্কায় ২০২২ সালে অর্থনৈতিক বিপর্যয় জনরোষ তৈরি করে। এতে পদচ্যুত হন সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
দিশানায়েকে বলেন, আমাদের স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা প্রয়োজন। আমি এটি অর্জন করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের শ্রদ্ধা ও আস্থা ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
৫৫ বছর বয়সী এ নেতা একেডি নামে পরিচিত। তিনি শ্রীলঙ্কানদের বলেন, নেতাকে ভোট দিয়েই গণতন্ত্র শেষ হয় না। গণতন্ত্রকে আমাদের শক্তিশালী করতে হবে। আমি গণতন্ত্র রক্ষায় আমার সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার করছি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.