শপথ নিলেন বিএনপি’র নবনির্বাচিত সংসদ সদস্য সিরাজ

ঢাকা প্রতিনিধি:  শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপি’র নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।  আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে বিএনপি’র নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ শেষে বিএনপি’র নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন।

উল্লেখ্য:  বগুড়া-৬ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৭ হাজার ২৫ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন।

তবে নির্ধারিত সময়ে তিনি শপথ গ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচন দেওয়া হয়।

পরে গত ২৪ জুন ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে গোলাম মোহাম্মদ সিরাজ ৮৯ হাজার ৭৪২ ভোট পেয়ে জয়ী হন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.