শপথ নিলেন ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র শপথ নিয়েছেন। তিনি দেশটির প্রয়াত স্বৈরশাসক ফার্দিনান্দ ইমানুয়েল এড্রলিন মার্কোসের ছেলে। ফার্দিনান্দ জুনিয়র দেশটিতে বংবং নামেই অধিক পরিচিত।
স্থানীয় সময় রআজ বৃহস্পতিবার (৩০ জুন) ম্যানিলার জাতীয় জাদুঘরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দেশি-বিদেশি শতাধিক প্রতিনিধি এবং সাংবাদিকের উপস্থিতিতে শপথ নেন বংবং। তিনি বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের স্থরাভিষিক্ত হলেন।
এদিকে, মার্কোস জুনিয়রের শপথ অনুষ্ঠানটিকে এশিয়ার সবেচেয়ে বিখ্যাত রাজনৈতিক পরিবারগুলোর একটির দীর্ঘদিন পর রাজনীতিতে ফেরার উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ৩৬ বছর আগে গণরোষের মুখে শাসন ক্ষমতা থেকে তাঁর পরিবারের পতন হয়েছিল।
অন্যদিকে, দেশটির বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মেয়ে সারা দুতের্তে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন। (সূত্র: বিবিসি)। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.