শপথ নিলেন নব-নির্বাচিত ৬ এমপি

বিশেষ প্রতিনিধি: বিএনপির এমপিদের পদত্যাগের ফলে শূন্য হওয়া একাদশ জাতীয় সংসদের ৬টি নির্বাচনী আসন থেকে উপ-নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।
এরমধ্যে রয়েছেন আওয়ামী লীগের তিন জন, জাতীয় পার্টির একজন, জাসদের একজন ও একজন স্বতন্ত্র সদস্য।
জাতীয় সংসদ ভবনের স্পিকারের কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ বুধবার (০৮ ফেব্রুয়ারি) ৬ জন এমপিকে একযোগে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
শপথ গ্রহণকারী আওয়ামী লীগের এমপিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। আরও শপথ গ্রহণ করেন জাতীয় পার্টির সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ (ঠাকুরগাঁও-৩), জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সংসদ সদস্য এ, কে, এম রেজাউল করিম তানসেন (বগুড়া-৪) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে উপ-নির্বাচনে নির্বাচিত হয়ে স্বতন্ত্র সদস্য হিসেবে শপথ নিয়েছেন পদত্যাগকারী বিএনপির সাবেক এমপি আবদুস সাত্তার ভূঞা।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, জাতীয় পার্টির ফখরুল ইমাম এমপি, সরকারি দলের সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি, উম্মে ফাতেমা নাজমা বেগম এমপি ও ফেরদৌসী ইসলাম এমপি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.