শপথ নিলেন ত্রিপুরা’র নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা

বিটিসি আন্তর্জাতিক ডেস্কত্রিপুরা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডা. মানিক সাহা। আজ রবিবার (১৫ মে) আগরতলার রাজভবনে রাজ্যপাল সত্যদেও নারায়ন আর্য্য তাকে শপথবাক্য পাঠ করান।
এ সময় রাজভবনে সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দর যাদব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, অজয় জাম্বোয়াল, রতন লাল নাথ, সরকারের শরিক দল আইপিএফটি’র সভাপতি এন সি দেববর্মাসহ বিজেপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শপথ নেওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী গণমাধ্যমকর্মীদের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মানিক সাহা বলেন, পূর্বে দলের নির্দেশ অনুসারে সংগঠন সামলেছি। ঠিক একই ভাবে এবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবো।
তবে মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করেছে কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) ত্রিপুরা রাজ্য কমিটি।
দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর পক্ষে দেওয়া এক বিবৃতিতে রাখাল মজুমদার জানান, ত্রিপুরায় চলতে থাকা ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস, বিরোধীদের কণ্ঠরোধ, গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ, সংবাদমাধ্যমের বিরুদ্ধে আক্রমণ, সাধারণ মানুষের কাজ, আয় ও খাদ্য সমস্যা, মুখ থুবড়ে পড়া উন্নয়ন কাজ এবং দুর্নীতির প্রতিবাদে সিপিআই (এম) নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.