BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটানে প্রাণের সম্ভাবনার ইঙ্গিত

শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটানে প্রাণের সম্ভাবনার ইঙ্গিত

বিটিসি বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটানের হিমশীতল পৃষ্ঠের নিচে গলিত বরফের উপস্থিতি রয়েছে বলে জানিয়েছে নাসা ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের বিজ্ঞানীরা।

তাদের বিশ্লেষণে দেখা গেছে, টাইটানের বরফের স্তরে কর্দমাক্ত সুড়ঙ্গ রয়েছে এবং এই স্তরের ভেতরের পানির তাপমাত্রা প্রায় ৬৮ ডিগ্রি ফারেনহাইট (২০ ডিগ্রি সেলসিয়াস) যা প্রাণের বিকাশের জন্য উপযুক্ত।

এর আগে বিজ্ঞানীরা মনে করতেন, টাইটানের শক্ত বরফের নিচে পৃথিবীর মতো গভীর তরল সমুদ্র রয়েছে।

তবে ক্যাসিনি মহাকাশযানের তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানী ব্যাপটিস্ট জার্নো জানিয়েছেন, টাইটানের অভ্যন্তর পুরোপুরি তরল নয়, বরং আঠালো বা থকথকে বরফের মতো। অর্থাৎ এখানে পৃথিবীর উন্মুক্ত সমুদ্রের পরিবর্তে সম্ভবত আর্কটিক সাগরের বরফ বা ভূগর্ভস্থ জলস্তরের মতো কিছু থাকতে পারে।

নাসার ক্যাসিনি মহাকাশযান প্রায় ২০ বছর ধরে শনি ও তার উপগ্রহ পর্যবেক্ষণ করার পর ২০১৭ সালে ধ্বংস হয়ে যায়। তবে তার সংগ্রহকৃত তথ্য আজও নতুন নতুন রহস্য উন্মোচন করছে। শনির অভিকর্ষণ টান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা টাইটানের থকথকে বরফস্তরের প্রমাণ পেয়েছেন।

টাইটানের রহস্যময় পরিবেশে প্রাণের সম্ভাবনা যাচাই করার জন্য বিশ্ব এখন নাসার পরবর্তী বড় অভিযান ড্রাগনফ্লাইয়ের দিকে তাকিয়ে আছে। এই মহাকাশযানটি ২০২৮ সালের জুলাইয়ে উৎক্ষেপণ করা হবে এবং ২০৩৪ সালে টাইটানের পৃষ্ঠে অবতরণ করে সরাসরি তথ্য সংগ্রহ করবে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ