শনিবারের সমাবেশ থেকে ‘দেশবাসী ও বিদেশীদের কাছে বিশেষ মেসেজ’ দেবে বিএনপি

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আগামীকাল শনিবারের সমাবেশ থেকে দেশবাসী ও বিদেশীদের কাছে বিশেষ ধরনের মেসেজ দেয়া হবে।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারী) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত ‘সিটি নির্বাচনের অভিজ্ঞতা বনাম ভোটের অধিকার’শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবাসের দুই বছর উপলক্ষে বিএনপির সমাবেশ প্রসঙ্গে আমির খসরু বলেন, আমি আশা করব, আপনারা (বিএনপির নেতাকর্মী) জনসভায় দলেদলে উপস্থিত হবেন। কারণ আন্দোলন তো চলছেই। এখন আন্দোলন নতুন রূপ নেবে। এক্ষেত্রে আমাদের সবাইকে সাহসী ভূমিকা পালন করতে হবে।

আমরা দেশনেত্রীকে অবিলম্বে মুক্ত করার বিষয়ে এ জনসভা থেকে দেশবাসী এবং বিদেশিদের বড় মেসেজ দিতে চাই।তিনি আরও বলেন, আমরা নির্বাচনে গেছি ‘গণতন্ত্রের মাকে (খালেদা জিয়া) মুক্ত করার আন্দোলনের অংশ হিসেবে।

এখন সেই আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের মা এবং গণতন্ত্রকে মুক্ত করতে হবে। মানুষের বাক-স্বাধীনতা ও মৌলিক অধিকারকে ফিরিয়ে আনতে হবে। সেজন্য বিভিন্ন সময়ে আমরা কর্মসূচি দিয়েছি এবং নির্বাচনেও অংশ নিয়েছি।

আয়োজক সংগঠনের সহসভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, এলডিপি একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.