শতাধিক ড্রোন দিয়ে ইসরাইলে হামলা করবে ইরান!

 

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার রাজধানী দামেস্কে নিজেদের দূতাবাসে ইসরাইলি বিমান হামলার প্রতিশোধ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে তেহরান। এ নিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি কর্মকর্তারা বলছেন,ইসরাইলে যেকোনো মুহূর্তে হামলা চালানো হতে পারে।
এবার মার্কিন কর্মকর্তারা বলছেন, শতাধিক ড্রোন ও কয়েক ডজন মিসাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে পারে ইরান এবং এই হামলা হতে পারে শুক্রবারের মধ্যে (১২ এপ্রিল)। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এ খবর জানিয়েছে সিবিএস নিউজ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, কর্মকর্তারা বলেছেন, এই ধরনের ব্যাপক আক্রমণ মোকাবিলা করা ইসরাইলের জন্য ‘চ্যালেঞ্জে’র হবে। কর্মকর্তারা আরও বলেছেন, বড় ধরনের সংঘাত এড়াতে ইরান ছোট পরিসরেও আক্রমণ চালাতে পারে। তবে সেই হামলা আসন্ন।
৪৮ ঘণ্টার মধ্যেই ইসরাইলে ইরানের হামলা!
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইসরাইলের ভূখণ্ডে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরান সরাসরি নিজেদের ভূমি থেকে ইসরাইলের মাটিতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সম্ভবত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই হামলা হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ অথবা উত্তর ইসরাইলে সম্ভাব্য এই হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। তবে প্রতিবেদনে ইরান সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়, তেহরানের পক্ষ থেকে এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
এদিকে ইসরাইলের যেকোনো লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালাতে পারে এমন আশঙ্কায় নিজেদের কর্মীদের দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১২ এপ্রিল) ইসরাইলের মার্কিন দূতাবাসের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলার আশঙ্কায় জেরুজালেম, তেল আবিব ও বির শিবা এলাকা থেকে তাদের কর্মীদের বের না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
‘ইসরাইলকে শাস্তি পেতেই হবে’
গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলি বিমান হামলায় সিরিয়া ও লেবাননে ইরানের সেনাবাহিনীর এলিট ফোর্স আইআরজিসির দুই শীর্ষ কমান্ডারসহ অন্তত ১১ জন কর্মকর্তা নিহত হন। এরপর থেকে ইরানের শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তারা বারবার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছেন।
বুধবার (১০ এপ্রিল) ঈদের খুতবায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ফের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরাইলকে শাস্তি পেতেই হবে।
তিনি বলেন, ইহুদিবাদী সরকার আরেকটি ভুল করেছে এবং তারা দামেস্কের ইরানি কনুস্যলেটে হামলা চালিয়েছে। কোনো দেশের কনস্যুলেটসহ অন্যান্য কূটনৈতিক মিশন ওই দেশের ভূখণ্ড বলে বিবেচিত হয়। তারা যখন আমাদের কনস্যুলেটে হামলা চালিয়েছে তখন মূলত তারা আমাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.