শতাধিক আদিবাসী পেলো রাসিকের মেয়রের খাদ্য সামগ্রী

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে শতাধিক আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে রাজশাহী কোর্ট কলেজে আদিবাসীদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক, রাজশাহী মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী কোর্ট কলেজের অধ্যক্ষ একেএম কামারুজ্জামান।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.