শক্তিশালী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, নিহত-৬, আহত-২১

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে শক্তিশালী বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ৬ জন। আহত হয়েছেন ২১ জন। বেলুচিস্তানের চামাল প্রদেশে আজ সোমবার (১০ আগস্ট) এ বিস্ফোরণ ঘটে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশের সহকারী কমিশনার জাকাউল্লাহ দুররানি বলেন, মাদকবিরোধী অভিযান পরিচালনাকারী একটি গাড়ি লক্ষ্য করে এ বোমা হামলা হয়। বোমা বিস্ফোরণে আশপাশের দোকান ও ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অজ্ঞাত দৃষ্কৃতকারীরা রাস্তার পাশে পার্ক করে রাখা একটি মোটরসাইকেলে বোমা পেতে রাখে, যা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে।

তবে কী কারণে এমন হামলা চালানো হয়েছে তার কারণ এখনও বের করতে পারেনি প্রশাসন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এদিকে, এক টুইট বার্তায় বিস্ফোরণে নিন্দা জানিয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে হামলায় হতাহতদের জন্য গভীর শোক প্রকাশ করেছেন তিনি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.