শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মানদৌস, ভারতে রেডঅ্যালার্ট জারি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মানদৌস। বুধবারই শক্তি বহুগুণ বাড়িয়েছিল বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বলয়। ভারতের পুদুচেরি ও তামিলনাড়ুতে জারি করা হয়েছে রেডঅ্যালার্ট।
বৃহস্পতিবার সেটি আরও ক্ষমতা বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। 
ভারতের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির দক্ষিণ অংশে বজ্রসহ বৃষ্টিপাত হবে। এখন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে মানদৌস। এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। উপকূলের কাছাকাছি এটি শক্তি হারিয়ে ফের সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
শুক্রবার মাঝরাতে অথবা শনিবার সকালে এটি পুদুচেরি ও তামিলনাড়ুর শ্রীহরিকোটার মাঝামাঝি মহাবলীপুরমের উপকূলে আছড়ে পড়তে পারে। সেই সময়ের গতিবেগ থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ৮৫ কিলোমিটার।
এ ঘূর্ণিঝড়ের প্রভাব তামিলনাড়ুতে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। কিছুটা পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায়। ইতোমধ্যে ঝোড়ো হাওয়া, ভারি বৃষ্টি শুরু হয়েছে এই তিন রাজ্যের উপকূলে। তামিলনাড়ুর বেশ কিছু উপকূলের জেলাগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। (সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.