লড়াইয়ের সর্বশেষ অবস্থা জানালেন ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আজ তৃতীয় দিন। ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। শুক্রবার মধ্যরাতে রাজধানী কিয়েভের চারদিক ঘিরে ফেলেছেন রুশ সেনারা। এ সময় মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠে গোটা কিয়েভ।
স্থানীয় সময় আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কিয়েভ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শহরের বিভিন্ন রাস্তায় লড়াই চলছে।
লড়াইয়ের সর্বশেষ অবস্থা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা মাইহাইলো পোডোলিয়াক। তিনি বলেন, রুশ সেনারা কিয়েভে সর্বোচ্চ পরিমাণ অস্ত্র নিয়ে আসার চেষ্টা চালিয়েছেন।
তবে কিয়েভের উপকণ্ঠের বর্তমান পরিস্থিতি তাদের বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।
ইউক্রেনের টেলিভিশনে এক বার্তায় তিনি বলেন, শত্রুরা একাধিক জায়গায় আক্রমণ করেছে। তবে পুলিশ ও আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনী তাদের বিরুদ্ধে সক্রিয় লড়াই চালিয়ে যাচ্ছেন।
এদিকে শুক্রবার রাতে কিয়েভে প্রেসিডেন্ট ভবনের বাইরে দাঁড়িয়ে নিজের মোবাইলে ভিডিওবার্তা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, আমরা সবাই এখানে। আমাদের সামরিক বাহিনী এখানে, সমাজের নাগরিকরা এখানে। আমরা সবাই দেশ ও স্বাধীনতাকে রক্ষা করছি এবং এভাবেই লড়াই করব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.