ল্যাবুশেইনকে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

বিটিসি স্পোর্টস ডেস্ক: রোববার (৬ আগস্ট) বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন বেধে দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। তার একদিন বাদেই সবার আগে বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
সোমবার (৭ আগস্ট) ওয়ানডে বিশ্বকাপের জন্য ১৮ জনের প্রাথমিক স্কোয়াড দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
১৮ জনের দলে জায়গা হয়েছে অ্যারন হার্ডি, তানভীর সাংহা ও নাথান এলিস। তবে মার্নাস ল্যাবুশেইনের জায়গা হয়নি অজিদের সেই প্রাথমিক স্কোয়াডে।
দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দেখে ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করবে অজি ক্রিকেট বোর্ড। দুই দেশের বিপক্ষেই তিনটি করে ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
এদিকে কব্জির ইনজুরি থাকা স্বত্ত্বেও প্যাট কামিন্সকে রাখা হয়েছে অধিনায়কের ভূমিকায়। টিম ম্যানেজমেন্ট দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই তাকে পেতে আশাবাদী।
দল ঘোষণার প্রসঙ্গে বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘প্যাটের ইনজুরি আছে। ওকে আমরা ছয় সপ্তাহের বিশ্রামে রেখেছি। আশা করছি দক্ষিণ আফ্রিকা সফরে তাকে আমরা পাবো। বিশ্বকাপের আগে আমরা তাকে বিশ্রামে রাখতে চাই। আশা করছি, বিশ্বকাপের আগে কিছু ম্যাচ খেলে সে প্রস্তুতিও সম্পন্ন করতে পারবে।’
অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ দল: প্যাট কামিন্স (অধিনায়ক), শেন অ্যাবট, অ্যাস্টন আগার, অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, অ্যারন হার্ডি, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, জস ইংগলিস, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংহা, স্টিভ স্মিথ, মিশেল স্টার্ক, মার্কোস স্টইনিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.