লোহিত সাগরে হুথিদের ৫টি ড্রোন ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগরে ইয়েমেনের হুথি গোষ্ঠীর উৎক্ষেপণ করা পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিষয়টি নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সেন্টকম ২৭ ফেব্রুয়ারি ইয়েমেনের সময় রাত ৯টা ৫০ মিনিট থেকে ১০ টা ৫৫ মিনিটের মধ্যে লোহিত সাগরে মার্কিন উড়োজাহাজ ও জোটের একটি যুদ্ধজাহাজ ইরানপন্থি হুথিদের পাঁচটি ড্রোন ভূপাতিত করেছে।
সেন্টকম বলেছে, ড্রোনগুলো ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে উড্ডয়ন করা হয়েছে এবং এগুলো বাণিজ্যিক নৌযান ও মার্কিন নৌবাহিনী ও জোটের জাহাজের জন্য হুমকি ছিল।
মার্কিন সেনাবাহিনী আরও বলেছে, এই পদক্ষেপের ফলে চলাচলের স্বাধীনতা ও আন্তর্জাতিক জলসীমাকে মার্কিন নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজের জন্য আরও নিরাপদ করবে।
৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলি মালিকানাধীন বা পরিচালিত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। তেল ও জ্বালানি পরিবহনে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সমুদ্রপথের একটি হলো লোহিত সাগর।
সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন লোহিত সাগরে হুথি হামলা মোকাবিলায় একটি বহুজাতিক জোট গঠনের ঘোষণা দিয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.