চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় বিপন্ন প্রজাতির একটি চিতা বিড়াল উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকালে বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের একটি টিম উপজেলার চুনতি বাজার এলাকায় নির্মাণাধীন এক ভবন থেকে চিতা বিড়ালটি উদ্ধার করে।
জানা গেছে, নির্মাণাধীন ভবনে চিতা বিড়ালটি দেখতে পেয়ে বনবিভাগে খবর দেন। পরে বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে চিতা বিড়ালটি উদ্ধার করে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জে আনা হয়।
চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বিটিসি নিউজকে জানান, উদ্ধারকৃত চিতা বিড়ালটির আবাসস্থল সাধারণত ঝোপঝাড়। নির্মাণাধীন ভবনের পাশে ঝোপঝাড় ছিল। সেগুলো পরিষ্কার করায় প্রাণীটি বাসস্থান হারা হয়ে গেছে। বিপন্ন প্রজাতির হলেও চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে চিতা বিড়ালের দেখা মেলে। ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল-১ অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত।
তিনি আরও জানান, চিতা বিড়াল হচ্ছে ফেলিডি পরিবারের আকারে ছোট ও প্রায় পোষা বিড়ালের সমান একটি স্তন্যপায়ী প্রাণী। এই প্রজাতির বিড়ালের মাথাসহ দেহের আকার ৬০ থেকে ৬৬ সেন্টিমিটার, লেজ মাথাসহ দেহের দৈর্ঘ্যের চেয়ে সামান্য বড় এবং ওজন প্রায় তিন থেকে চার কেজি হয়ে থাকে। উদ্ধারকৃত মেয়ে চিতা বিড়ালটি ডুলাহাজারা সাফারি পার্কে প্রেরণ করা হয়েছে। সেখানে ১৪ দিন কোয়ারান্টাইনে রাখার পর উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম প্রতিনিধি মো. মোতাহার আলী। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.