BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

লোপেজের হ্যাটট্রিকে বার্সার গোলবন্যা

লোপেজের হ্যাটট্রিকে বার্সার গোলবন্যা

বিটিসি স্পোর্টস ডেস্ক: ফেরমিন লোপেজের দুর্দান্ত হ্যাটট্রিক ও মার্কাস র‍্যাশফোর্ডের জোড়া গোলের সুবাদে অলিম্পিয়াকোসকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। তবে মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে এ ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতেই বিতর্কিত এক লাল কার্ডে ক্ষুব্ধ হয়ে ওঠে গ্রিক ক্লাবটি।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বার্সা। সপ্তম মিনিটে লামিন ইয়ামালের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফেরমিন রিবাউন্ড থেকে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।

২২ বছর বয়সী এই মিডফিল্ডার ৩৯তম মিনিটে দলীয় দ্বিতীয় গোলটিও করেন। পেদ্রির পাস থেকে ১৭ বছর বয়সী দ্রো ফার্নান্দেজ এক দারুণ থ্রু পাস দেন ফেরমিনকে, আর তিনি ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে অলিম্পিয়াকোসের আশা জাগে, যখন ৫০তম মিনিটে আয়ুব এল কাবির হেডে বল জালে যায়। কিন্তু ভিএআর সেই গোলটি অফসাইডের কারণে বাতিল করে দেয়।

তবে একই রিভিউতে দেখা যায়, এরিক গার্সিয়ার হাতে বল লেগেছিল—ফলে অলিম্পিয়াকোস পায় পেনাল্টি। ৫৪তম মিনিটে সেই সুযোগ কাজে লাগিয়ে এল কাবি ব্যবধান কমান।

কিন্তু অতিথিদের আশা বেশিক্ষণ টেকেনি। ৫৭তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তিয়াগো হেজ্জে। রিপ্লেতে দেখা যায়, তিনি প্রতিপক্ষের মুখে খুব সামান্যই হাত দিয়েছিলেন, তবে এটি দ্বিতীয় হলুদ হওয়ায় ভিএআর হস্তক্ষেপ করতে পারেনি। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় অলিম্পিয়াকোস খেলোয়াড় ও কোচ।

প্রতিপক্ষের ১০ জনের সুবিধা কাজে লাগিয়ে বার্সেলোনা ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করে ইয়ামালের পায়ে, র‍্যাশফোর্ডকে বক্সে ফাউল করার পর।

এরপর ইংল্যান্ড ফরোয়ার্ড নিজেও গোলের দেখা পান, বক্সের ভেতর থেকে চতুর্থ গোলটি করেন তিনি। পরে ফেরমিন সম্পূর্ণ করেন তার হ্যাটট্রিক, আর র‍্যাশফোর্ড ৭৯তম মিনিটে কাউন্টার আক্রমণ থেকে গোল করে ৬-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
সকালে খালি পেটে কলা খেলে কী হয়? ২৩ নভেম্বর ফিরছেন তারেক রহমান বছরের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা ‘কান্তারা চ্যাপ্টার ১’ ২৮ বছর বয়সে এ প্রজন্মের আইকন বকশীগঞ্জে ফেসবুকে অপপ্রচার ও সম্মানহানির প্রতিবাদে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী টেবিল টেনিস অনুর্ধ্ব-১৬ টুর্নামেন্ট শুরু ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইসলামপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা আমরা গণভোট চাই না, আমরা চাই আপনাদের ভোট – সচিব ও সংসদ সদস্য মুশফিকুর রহমান গাইবান্ধায় বিদ‍্যুৎম্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু উজিরপুর আন নূর নূরানী ও হাফেজী মাদ্রাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত