লোকের কথায় প্লাস্টিক সার্জারি করা উচিত না : কাজল

 

বিটিসি বিনোদন ডেস্ক: শোবিজের রঙিন দুনিয়ায় সৌন্দর্যকে নায়িকাদের মূল সম্পদ মনে করা হয়। যার ফলে যারা নিজেদের রূপ-লাবণ্য নিয়ে সংশয়ে থাকেন, তারাই প্লাস্টিক সার্জারিতে মুখ পেতে দেন। কৃত্রিম উপায়ে নিজেকে মোহনীয় করে তুলতে চান। যদিও অনেক ক্ষেত্রেই হিতে বিপরীত ঘটে।
প্লাস্টিক সার্জারি ইস্যুতে প্রায়শই অভিনেত্রীরা নিন্দার কবলে পড়েন। তবু নতুন প্রজন্মের অভিনেত্রীদের অধিকাংশই এই পথে হাঁটছেন। এ বিষয়ে নিজের অভিমত জানালেন বলিউডের সফল অভিনেত্রী কাজল। যিনি নব্বই দশক থেকে এখনও পর্যন্ত নিজের সৌন্দর্য আর অভিনয়ের দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন।
সেই কাজল মনে করেন, মেকআপ দিয়েই সৌন্দর্য বর্ধন করা যায়, এর জন্য সার্জারির প্রয়োজন নেই। তিনি বলেন, ‘সৃষ্টিকর্তা আপনাকে একটা নির্দিষ্ট রূপে বানিয়েছেন। কিন্তু আপনার চাওয়ামাফিক যেটুকু ভালো হয়নি, সেটার জন্য তো মেকআপ আছে!’
কাজলের মতে, প্লাস্টিক সার্জারি অন্য একটা বিকল্প হতে পারে। তবে লোকে বললেই তা করে ফেলা উচিত নয়। ‘ডিডিএলজে’ খ্যাত অভিনেত্রীর ভাষ্য, ‘এটা ব্যক্তিগত পছন্দে করা যেতে পারে। কিন্তু লোকের কথায় প্লাস্টিক সার্জারি করা উচিত না। এমন অনেক কিছুই আছে, যা মানুষ আমাকে করতে বলেছে। কিন্তু আমি এখনও ভালো আছি, ওইসব ছাড়াই। মানুষের কথা না শুনে হয়ত আমি সঠিক পথেই আছি। আমি তাদের কথা কখনও গুরুত্বের সঙ্গে নিইনি।’
প্রসঙ্গত, কাজলকে সম্প্রতি দেখা গেছে নেটফ্লিক্সের অ্যান্থলজি ফিল্ম ‘লাস্ট স্টোরিজ ২’তে। বর্তমানে তিনি ব্যস্ত আছেন ডিজনি প্লাস হটস্টারের নতুন সিরিজ ‘দ্য ট্রায়াল- পেয়ার কানুন ধোঁকা’র প্রচারণায়। আগামী ১৪ জুলাই সিরিজটি মুক্তি পাবে।  #

Comments are closed, but trackbacks and pingbacks are open.