লোকাল গর্ভমেন্ট কোভিড-১৯ রেসপন্স ও রিকভারি প্রকল্পের স্টেক হোল্ডারদের কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় এলজিইডির তত্ত্বাবধানে লোকাল গর্ভমেন্ট কোভিড-১৯ রেসপন্স ও রিকভারি (এলজিসিআরআরপি) প্রকল্পের আওতায় লো কার্বন এন্ড ক্লাইমেট রিজিলেন্ট আরবান ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ সিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর রাজশাহী আজ অনন্য উচ্চতায়। তার নির্দেশনায় এ নগরীতে নানামূখী উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। পরিচ্ছন্ন সবুজ নগরীর সুনাম এখন দেশের গন্ডি পেরিয়েছে। দক্ষিণ এশিয়ার সেরা নগরীর তালিকায় যুক্ত হয়েছে। বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এ নগরীর উন্নয়নে এগিয়ে আসছে। ওয়ার্ল্ড ব্যাংক রাজশাহীতে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় কোভিড পরবর্তী সহযোগিতামূলক উন্নয়ন প্রকল্প গ্রহণ করায় বিশ^ ব্যাংক সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।
এলজিইডির এলজিসিআরআরপি প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর নাজমুস সাদাত মোঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ব ব্যাংকের টাস্ক টিম লিডার মানসা চেন, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদি রবিন, বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান, অনলাইনে যুক্ত ছিলেন কার্ল ডিনজেল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এলজিইডি এলজিসিআরআরপি প্রকল্পের ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর সরকার মোঃ সাজ্জাদ হোসেন। কর্মশালায় প্রকল্প সার্বিক কার্যক্রমের বিষয়ে তথ্য উপস্থাপন করেন এডিএসএল, এটকিনের কনসালটেন্ট মোঃ ইমতিয়াজ শরিফ, মোঃ নুরুল হাসান, হাসিবুল ইসলাম।
সভায় জানানো হয়, এই প্রকল্পের আওতায় নগরীর ড্রেনেজ সিস্টেম উন্নয়ন, সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা, ল্যান্ড ফিল নির্মাণ, জলাশয় সংরক্ষণ, পাবলিক ট্রান্সপোর্ট, সৌর বিদ্যূৎ প্রকল্প স্থাপন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি শান্তনু লাহিরি, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট, টাউন প্ল্যানার বনি আহসান, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদুল ইসলাম, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, ত্রাণ কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, প্রকল্প কর্মকর্তা ও রাসিকের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালা সঞ্চালনা করেন রাসিকের সহকারী জনসংযোগ কর্মকর্তা রকিবুল হক তুহিন। কর্মশালায় সরকারী বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ অংশ নেন।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.