লেবাননে রাতভর ইসরায়েলি বাহিনীর হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পূর্বাঞ্চলে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছে যে, তারা লেবাননের পূর্বাঞ্চলে বেকা ভ্যালিতে রাতভর হামাসের বিভিন্ন স্থাপনায় বোমাবর্ষণ করেছে।
গত নভেম্বর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি চলছে। তবে এর মধ্যেও লেবাননে হামাসের স্থাপনায় হামলা চালানো ইসরায়েলি বাহিনী। 
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের ফ্রন্টে ও সশস্ত্র বাহিনীর জন্য হুমকিস্বরুপ- এমন স্থাপনায় হামলা চালানো হয়েছে।
ইসরায়েল আরও জানিয়েছে, তারা হামাসের ভূগর্ভস্থ স্থাপনাতেও হামলা চালিয়েছে। এসব স্থাপনায় হামাস অস্ত্র উৎপাদন ও অস্ত্র সরবরাহের কাজে ব্যবহার করতো বলে দাবি ইসরায়েলের। 
তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া ইসরায়েল অভিযোগ করেছে, বৃহস্পতিবার ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন চালিয়ে হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারই ইসরায়েল ১৫বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.