লেবাননে বিক্ষোভে গুলির ঘটনায় যা বলল সৌদি আরব

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের বৈরুতে বিক্ষোভে গুলি ছোড়ার ঘটনায় বৃহস্পতিবার ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে সৌদি আরব।
আজ শুক্রবার (১৫ অক্টোবর) সৌদি আরব জানায়, দেশটি লেবাননের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। 
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরব আশা করে পরিস্থিতি দ্রুত স্থিতিশীল হবে। সৌদি আরব লেবাননের জনগণের পাশে রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, লেবাননের জনগণের একটি স্থিতিশীল, ক্রমবর্ধমান অর্থনীতি এবং নিরাপদ জন্মভূমি প্রাপ্য, যা সন্ত্রাসবাদের অবসান ঘটাবে।
লেবাননে এ বিক্ষোভ আয়োজিত হয়েছিল হিজবুল্লাহ ও তার মিত্র সংগঠনগুলোর ডাকে বিচারক তারেক বিতারের বিরুদ্ধে। যিনি গত বছর বন্দরে হওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনা তদন্ত করছেন।
হিজবুল্লাহ ও আমাল মুভমেন্ট বলেছে, অস্ত্রধারীরা ছাদ থেকে বিক্ষোভকারীদের মাথা লক্ষ্য করে গুলি চালিয়েছে
গত বছরের ৪ আগস্ট ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের রাজধানী বৈরুত। এ ঘটনায় নিহত হন ২১৯ জন।
বৈরুতের বিস্ফোরণের তদন্ত নিয়ে এর আগেও স্বচ্ছতার প্রশ্ন উঠেছিল। এবার এর প্রতিবাদে রাস্তায় নামল দেশটির জনগণ। (সূত্র: আরব নিউজ) #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.