লেবাননকে হারিয়ে ফাইনালে ভারত

বিটিসি স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে লেবাননকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের পর বিজয়ী বেছে নিতে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ৪ জুলাই ট্রফির জন্য টুর্নামেন্টের রেকর্ড আটবারের চ্যাম্পিয়নরা কুয়েতের মুখোমুখি হবে।
বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে টাইব্রেকারে ভারতের সুনীল ছেত্রী, আনোয়ার আলী, মাহেস সিং ও উদান্ত সিং গোল করেছেন। লেবাননের ওয়ালিদ শৌর ও মোহাম্মদ সাদেক গোল করতে পারলেও খলিল বারের ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেছেন। আর হাসান মাতৌকের শট প্রতিহত করেছেন গোলকিপার।
এর আগে সুযোগ পেয়েছে দু’দলই। আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচ খেলেছে তারা। কিন্তু নির্ধারিত কিংবা অতিরিক্ত সময়ে কোনও দলই লক্ষ্যভেদ করতে পারেনি। ম্যাচ ঘড়ির ৪২ মিনিটে লেবাননের হাসান মাতৌকের ফ্রি-কিক ভারতের গোলকিপার গুরুপ্রিত সিং এক হাত উঁচিয়ে রক্ষা করেন।
৫৯ মিনিটে ভারতের লালিয়ানজুয়ালা চাংতের শট লেবানন গোলকিপারের হাতে জমা পড়লে হতাশ হতে হয় তাদের। দুই মিনিট পর লেবাননের একজনের হেড ভারতের গোলকিপার তালুবন্দি করেছেন। ৮৩ হাসান মাতৌকের শট ক্রস বারের ওপর দিয়ে না গেলে লেবানন এগিয়ে যেতে পারতো। কিন্তু অতিরিক্ত সময়ে ভারত চেষ্টা করেও গোলের দেখা পায়নি। ৯৪ মিনিটে সুনীল ছেত্রীর বক্সের বাইরে থেকে নেয়া শট ক্রস বারের ওপর দিয়ে চলে যায়। দুই মিনিট পর আবারও ব্যর্থ হন ছেত্রী। উদান্ত কুমারের ক্রসে ফাঁকায় ছেত্রীর শট ক্রস বারের ওপর দিয়ে গেলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।
সাফ শুরুর কদিন আগেই ঘরের মাঠে ৪ দল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ আয়োজন করেছিল ভারত। সেই প্রতিযোগিতায় ভানুয়াতু, মঙ্গোলিয়ার সঙ্গে ছিল লেবাননও। গত ১৮ জুন ফাইনালে এই লেবাননকেই ২–০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দুই সপ্তাহের ব্যবধানে সেই লেবাননকে আরেক দফা হারিয়ে দক্ষিণ এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের খেতাব ধরে রাখার পথে এগিয়ে গেল তারা।
সাফে ভারতের আধিপত্য বজায় রাখার এখনই সুযোগ। এর আগে ১৩টি টুর্নামেন্টের ৮টিতেই শিরোপা জিতেছে ভারত। এখন তাদের সামনে নবম শিরোপা জয়ের হাতছানি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.