বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে এক বৈঠকে দুই দেশ বাণিজ্য বিষয়ে একটি চুক্তিতে পৌঁছাবে বলে ‘নিশ্চয়তা’ দিয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) লুলা এ কথা জানান।
সোমবার (২৭ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়।
মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে এক ব্রিফিংয়ে লুলা বলেন, ট্রাম্পের সাথে তার আলোচনা ভালো হয়েছে এবং খুব দ্রুত দুই দেশ একটি চুক্তিতে পৌঁছাবে।
তবে মালয়েশিয়া থেকে চলে যাওয়ার পর ট্রাম্প বলেন, লুলার সাথে তার ‘ভালো বৈঠক’ হয়েছে। এ সময় লুলাকে তিনি ‘খুবই উৎসাহী ব্যক্তি’ বলে বর্ণনা করেছেন, কিন্তু চুক্তির সম্ভাবনা সম্পর্কে তিনি নিশ্চিত করে কিছু বলেননি।
ট্রাম্প বলেন, আমি জানি না শেষ পর্যন্ত চুক্তি হবে কিনা। তবে আমরা দেখব, তিনি এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন।
এর আগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সাজার প্রতিশোধ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিলের পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে।
লুলা ব্রাজিলের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তগুলোকে ‘ভুল’ বলে উল্লেখ করেন।
তবে, তিনি বলেছেন, তিনি ট্রাম্পের সাথে যেকোনো বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছুক এবং ভেনেজুয়েলার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে সাহায্য করতেও ইচ্ছুক।
‘আমি তাকে বলেছিলাম যে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ হিসেবে ব্রাজিলের অভিজ্ঞতা বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলেন লুলা।
সম্প্রতি মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযানকে কেন্দ্র করে ভেনেজুয়েলার সাথে টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্রের। #

















