বিটিসি স্পোর্টস ডেস্ক: ক্লাব ফুটবলে সময়ের সেরা ক্লাব ম্যানচেস্টার সিটির সময়টা ভালো যাচ্ছেনা।মাঠের বাইরে চোটে জর্জরিত পেপ গার্দিওলার দল মাঠেও পার করছে কঠিন সময়।প্রিমিয়ার লীগের পর চ্যাম্পিয়নস লীগেও ধরাশায়ী সিটি।
২০১৬ সালের অক্টোবরের পর চ্যাম্পিয়নস লিগে এবারই প্রথম চার গোল হজম করেছে ক্লাবটি। পাশাপাশি ২০১৮ সালের এপ্রিলের পর এবারই প্রথম টানা তিন ম্যাচে হারল সিটি।
ফিল ফোডেনের গোলে সিটি এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধেই সমতা ফেরান ইয়োকেরেস। দ্বিতীয়ার্ধের শুরুতে মাক্সিমিলিয়ানো আরাউহো স্বাগতিকদের লিড এনে দেওয়ার পর ইয়োকেরেস ব্যবধান বাড়ান পেনাল্টি থেকে। শেষ দিকে আরেকটি পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করেন এই সুইডিশ ফরোয়ার্ড।
২০২০ সালের সেপ্টেম্বরের পর সিটির সবচেয়ে বড় হার এটিই।অথচ ম্যাচের শুরুটা তাদের ছিল আশা জাগানিয়া। চতুর্থ মিনিটেই এগিয়ে যায় সিটি। প্রতিপক্ষের একজনের পা থেকে বল কেড়ে নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ফোডেন।বাকিটা সময়টা অবশ্য শুধু লিসবনময়।প্রথমার্ধে গয়োকেরেসের গোলে সমতা ফেরানো স্বাগতিকেরা বিরতির পর ছিল আরও ক্ষুরধার।
কিক-অফের ২০ সেকেন্ডের মাথায় এগিয়ে যায় তারা। অফসাইডের ফাঁদ এড়িয়ে ক্ষিপ্রতায় বক্সে ঢুকে পড়েন আরাউহো। সতীর্থের পাস পেয়ে এদেরসনের দুই পায়ের ফাঁক দিয়ে জাল খুঁজে নেন তিনি।এরপর আরও দুইবার সিটির জালে বল পাঠিয়ে নিজের হ্যাটট্রিকও পূরণ করেছেন লিসবনের ভিক্তর গয়োকেরেস। হারের প্রতিক্রিয়া জানাতে গিয়ে গার্দিওলা বলেছেন, ‘৪–১ গােলে হারের পর বেশি কিছু বলার নাই। স্পোর্তিং লিসবনকে অভিনন্দন।’
অবিশ্বাস্য এই জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠেছে স্পোর্তিং। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ম্যানচেস্টার সিটি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.