লিথুয়ানিয়ায় নিখোঁজ চার মার্কিন সেনার মধ্যে তিনজনের লাশ উদ্ধার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: লিথুয়ানিয়ায় সামরিক প্রশিক্ষণকালে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চার মার্কিন সেনার মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। চতুর্থজনের খোঁজে এখনও তল্লাশি অভিযান চলছে। লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নসেদা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদন মতে, বেলারুশ সীমান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে অবস্থিত লিথুয়ানিয়ার পাব্রাদে শহরে জেনারেল সিলভেস্ট্রাস জুকাউস্কাস প্রশিক্ষণ মাঠে একটি সামরিক মহড়াকালে গত সপ্তাহে (২৫ মার্চ) ওই চার মার্কিন সেনাকে বহনকারী একটি গাড়ি নিখোঁজ হয়।
নিখোঁজ সেনাদের সন্ধানে লিথুয়ানিয়ান ও বিদেশি সেনাদের পাশাপাশি বিমান বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর হেলিকপ্টার মোতায়েন করা হয়। দুদিন পর নিখোঁজ সেনাদের বহনকারী একটি সামরিক গাড়ি উদ্ধার করা হয়।
মার্কিন সেনাবাহিনীর ইউরোপ ও আফ্রিকার জনসংযোগ দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রশিক্ষণ মহড়ার সময় নিখোঁজ চার মার্কিন সেনা যে এম৮৮ হারকিউলিস সাঁজোয়া উদ্ধারকারী যানটি ব্যবহার করছিলেন, সেটি পাওয়া গেছে। প্রশিক্ষণ এলাকার একটি জলাশয়ে ডুবন্ত অবস্থায় থাকা গাড়িটি উদ্ধার করা হয়েছে। সেনাদের অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’
সোমবার (১ এপ্রিল) লিথুয়ানিয়ার সেনাবাহিনী জানায়, নিখোঁজ চার সেনার মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে চতুর্থজনের খোঁজে অভিযান চলছে বলেও জানানো হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত সেনাদের প্রতি শোক প্রকাশ করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নসেদা।
লিথুয়ানিয়ায় ১ হাজারেরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। লিথুয়ানিয়া ছাড়া এই অঞ্চলের লাটভিয়া ও এস্তোনিয়া ন্যাটো সদস্য। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণার পর থেকে রাশিয়ার সাথে এই তিন দেশের শীতল সম্পর্ক বজায় রয়েছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপের এই অঞ্চলে উত্তেজনা বেড়েছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.