লিটন-রনির ব্যাটে উড়ন্ত সূচনা বাংলাদেশের

বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ইনিংস শেষ করতে পারেনি স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও বেরিসক বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে দুবার বৃষ্টির পর শুরু হয়েছে ম্যাচ। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে টাইগার দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদারের ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা।
এই প্রতিবেদন লেখাঁ পর্যন্ত ৫ ওভার শেষে বিনা উইকেটে ৭১ রান তুলেছে স্বাগতিক বাংলাদেশ। লিটন দাস ৪৯ ও রনি তালুকদার ২২ রানে অপরাজিত রয়েছেন।
আজ বুধবার (২৭ মার্চ) সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে টাইগাররা। আগের ম্যাচে ৪২ বলে ৯১ রানের বিধ্বংসী জুটি গড়েছিলেন লিটন-রনি। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচেও উড়ন্ত সূচনা করেছেন তারা।
প্রথম ওভারে লেগ স্পিনার গ্যারেথ ডিলানির বলে বাংলাদেশ ৮ রান করেন।তবে দ্বিতীয় ওভার থেকেই আক্রমণে উঠে পড়েন টাইগাররা। মার্ক এডেয়ারের করা দ্বিতীয় ওভারে ২ চারে ১৩ রান নিয়ে নেন তারা।
তৃতীয় ওভারে গ্রাহাম হিউমকে তুলে মারতে গিয়েছিলেন রনি। তবে লং অন ও ডিপ মিডউইকেটে থাকা দুজন ফিল্ডার ছুটে এলেও পাননি রনির ক্যাচটি এরপর লং অফের ওপর দিয়ে দুর্দান্ত এক ছক্কা মেরেছেন লিটন। ফলে ৩ ওভারেই বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৭/০।
এডেয়েরারের পরের ওভারের প্রথম বলে ডিপ মিডউইকেটে ক্যাচ নিতে পারতেন জর্জ ডকরেল। উলটো সেটা মিস করায় সেটি ছক্কায় পরিণত হয়। পরের দুই বলে দুই চার মেরে দেন লিটন। ফলে ৩.৩ ওভারেই ৫০ পেরিয়ে যায় স্বাগতিকরা।
প্রথম ম্যাচে পাওয়ারপ্লেতে বাংলাদেশ তুলেছিল ৮১ রান। এবার পাওয়ারপ্লে ৫ ওভারের, তবে বাংলাদেশ তুলেছে ৭৩ রান। লিটন অপরাজিত ১৭ বলে ৪৯ রানে, রনি তালুকদার ১৩ বলে ২২ রানে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.