লিটন দাসের অসাধারণ সেঞ্চুরি

বিটিসি স্পোর্টস ডেস্ক: টপঅর্ডারের চারজনের মধ্যে দুজন ক্লিক করলেন আজ। ওপেনার লিটন দাস ও মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।
আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় ওয়ানডেতে লিটন-মুশফিক জুটি যেন প্রথম ম্যাচের আফিফ-মিরাজ জুটি।  
দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬৫ বলে ফিফটি করেন লিটন। আর সেই ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিলেন আরো ৪২ বল খেলে।
মোট ১০৭ তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছলেন লিটন দাস। শতক ছুঁতে কোনো ছক্কা হাঁকাননি এ ওপেনার। ১৪ চারে নিজের ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতক পূরণ করলেন লিটন।
আজ শুরু থেকেই দারুণ খেলছেন লিটন দাস। ওপেনিংয়ে নেমে প্রথম ৫-৬ বলে তাকে অস্বস্তিতে ভুগতে দেখা গেছে।
এর পর থেকেই বল দেখছেন ঠিকভাবে। অসীম ধৈর্য নিয়ে এক প্রান্ত আগলে রাখছেন তিনি। এক-দুই নিয়ে খেলছেন। প্রয়োজনে ডট দিচ্ছেন। কোনো ঝুঁকি নিচ্ছেন না। কেবল নিজের জোনে পেলেই মারছেন বাউন্ডারি।
ওয়ানডেতে এটি ডানহাতি ব্যাটসম্যানের চতুর্থ ফিফটি। ৫০ ছোঁয়া আগের সাত ইনিংসে সেঞ্চুরি চারটি। সেই ফিফটিকে এখন নিয়ে গেলেন তিন অঙ্কের ঘরে নিলেন ১০৮ বল খেলে।
লিটনকে দারুণ সঙ্গ দিচ্ছেন মিডল অর্ডারে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা মুশফিক।  দীর্ঘ ক্যারিয়ারের ২৫তম ফিফটি হাঁকিয়েছেন ইতোমধ্যে।
৭ বাউন্ডারিতে ৭৫ বল মোকাবিলা করে ৬৭ রানে অপরাজিত তিনি।
খেলার এই পর্যায়ে ৪২ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ২৪৩ রান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবউল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই ও ফজলহক ফারুকি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.