লিটনের পর তামিমকে হারিয়ে চাপে বাংলাদেশ

বিটিসি স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড।
ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। এরপর আরেক ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বল ফেস করেন লিটন দাস। ট্রেন্ট বোল্টের লেগ সাইডের উপরে করা বল ফ্লিক করেন। ফাইন লেগে দাঁড়িয়ে থাকা ম্যাট হেনরি কাছে ধরা পড়েন তিনি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যেতে হয় এই ব্যাটারকে।
লিটনের পর ক্রিজে এসেছেন মেহেদি হাসান মিরাজ। তাকে সঙ্গে নিয়ে শুরুর এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন তানজিদ হাসান তামিম। তবে দলীয় ৪০ রানে ১৭ বলে ১৬ রান করে আউট হন হন তামিম। পাওয়ার প্লের ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.