লিচু গাছের সাথে শত্রুতা


নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে অধ্যক্ষ মাসুদুল হকের ৬টি লিচুগাছ উপড়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার মামুদপুর গ্রামে এ ঘটনায় থানায় অভিযোগ দেন ওই অধ্যক্ষ। লিচুরগাছ উপড়ে ফেলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে শাস্তি দাবী করেছেন এলাকাবাসী।

অধ্যক্ষের স্ত্রী নাজমুন্নাহার বিটিসি নিউজকে বলেন, এক মাস আগে ৬ হাজার টাকায় ৬টি লিচুর চারাগাছ কিনে বাড়ির পাশের রসুনের জমিতে রোপন করা হয়। নতুন পাতা ও শিকড় গজাচ্ছিল এমন সময় গাছগুলো উপড়ে ফেলা হলো। ইতিপূর্বে আমাদের কয়েকটি আমগাছের চারা কেটে ফেলেছে শত্রুরা। সেই সাথে ২০টি মুরগি চুরির ঘটনাও ঘটেছে। পারিবারিক কলহের জের ধরে এসব ঘটনা ঘটছে বলে তিনি মনে করেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গেলে সত্যতা পাওয়া যায়। যারা গাছের সাথে শত্রুতা করেছে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.