লিগ আঁতেই থাকছে লিওঁ

বিটিসি স্পোর্টস ডেস্ক: আপিল করে সুখবর পেয়েছে অলিম্পিক লিওঁ। লিগ আঁ থেকে তাদের দ্বিতীয় স্তরে নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
ক্লাবটির প্রস্তাবিত ২০২৫-২৬ লিগ আঁ বাজেটে বেতন ও ট্রান্সফার ফির জন্য একটি কাঠামো করে দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)।
ক্লাবটির আর্থিক দুরাবস্থার কারণে ফরাসি পেশাদার ফুটবল ক্লাবগুলোর হিসাব তদারককারী সংস্থা দা ন্যাশনাল ডিরেক্টরেট অব ম্যানেজমেন্ট কন্ট্রোল (ডিএনসিজি) গত নভেম্বরে লিওঁর সাময়িকভাবে অবনমনের কথা জানিয়েছিল। তখন জানুয়ারির দলবদলের উইন্ডোতে কোনো খেলোয়াড় দলে টানার ওপর নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছিল ক্লাবটিকে।
গত মাসে লিওঁর মালিক মার্কিন ব্যবসায়ী জন টেক্সটরসহ ক্লাবের কর্মকর্তারা ডিএনজিসির সঙ্গে সাক্ষাৎ করে। কিন্তু তারা সংস্থাটিকে বোঝাতে ব্যর্থ হয় যে, ক্লাবের আর্থিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে, যাতে শাস্তি প্রত্যাহার করা যায়।
তাদের দ্বিতীয় স্তরে নামিয়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা তখনই জানিয়েছিল সাতবারের ফরাসি চ্যাম্পিয়নরা।
টেক্সটরের জায়গায় লিওঁর সভাপতি নিয়োগ করা হয়েছে ক্লাবটির নারী ফুটবল দলের মালিক মিশেল ক্যাংকে।
লিওঁর ৭৭ শতাংশ শেয়ারের মালিক টেক্সটরের ঈগল ফুটবল গ্রুপ। গত অক্টোবরে তারা জানিয়েছিল, ক্লাবের ঋণের পরিমাণ ৪২ কোটি ২০ লাখ পাউন্ড।
২০০২ থেকে ২০০৮ পর্যন্ত টানা সাতটি লিগ শিরোপা জিতেছিল ফরাসি জায়ান্ট লিওঁ। এই সময়ে দুইবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে খেলেছিল তারা।
গত মৌসুমে লিগ আঁতে ষষ্ঠ হয়ে আগামী মৌসুমের ইউরোপা লিগে খেলা নিশ্চিত করে লিওঁ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.