লিওনেল মেসি করোনায় আক্রান্ত

বিটিসি স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ৩৪ বছর বয়সী এই ফুটবল তারকার ক্লাব প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) মেসির করোনায় আক্রান্তের খবরটি নিশ্চিত করেছে। শুধু মেসি নন, পিএসজির আরও তিন ফুটবলার করোনার শিকার হয়েছেন।
পিএসজি এক বিবৃতিতে জানিয়েছে, ‘চার ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরা হলেন—লিওনেল মেসি, হুয়ান বার্নেজ, সার্জিও রিকো ও নাথান বিতুমাজালা। তারা এখন আইসোলেশনে আছেন। এখন স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী চলবে তারা।’
আগামীকাল সোমবার (৩ জানুয়ারি) পিএসজি ফ্রেঞ্চ কাপে খেলবে ভানেসের বিপক্ষে। তার আগেই আজ রবিবার এমন দুঃসংবাদ পেয়েছে প্যারিসের সেরা ক্লাবটি। এ কারণে ফ্রেঞ্চ কাপে খেলা হচ্ছে না মেসিসহ তিন ফুটবলারের।
পিএসজিতে আগে থেকেই নেই ব্রাজিলিয়ান তারকা নেইমার। চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন এই ফরোয়ার্ডার। তাই মেসি-নেইমারকে ছাড়াই ফ্রেঞ্চ কাপ খেলতে হচ্ছে পিএসজিকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.