লিওনেল মেসির জোড়া গোলে ফাইনালের পথে বার্সেলোনা

ছবি: সংগৃহীত

বিটিসি স্পোর্টস ডেস্কআর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জোড়া গোলে লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে গতকাল বুধবার বার্সেলোনা। সেমিফাইনালের প্রথম লেগে এই জয়ের ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রাখল স্প্যানিশ জায়ান্টরা।

এরপর গোলের চেষ্টা লিভারপুলও করেছে। এরপর মোহাম্মদ সালাহ দুর্দান্ত খেলেছেন। তবে তাদের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

উল্টো ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এ সময় সুয়ারেজের শট ক্রসবারে লেগে ফিরে আসলেও সেই বল বুক দিয়ে নামিয়ে পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে।

৮২তম মিনিটে অসাধারণ এক ফ্রি-কিকে স্কোর লাইন ৩-০ করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ঝাঁপিয়েও তার নিখুঁত শট ঠেকাতে পারেননি লিভারপুল গোলরক্ষক আলিসন।

এই ম্যাচে বার্সেলোনায় ১৪ বছরে ৬০০ গোল করলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ২০০৫ সালের মে মাসে আলবাকেতের বিপক্ষে মে মাসেই প্রথম গোলটি করেছিলেন তিনি।

বার্সেলোনা এই জয়ে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে টানা ৩২ ম্যাচ গোলশূন্য।

তবে পাঁচবারের প্রচেষ্টায় লিভারপুলের বিপক্ষে ন্যু ক্যাম্পে প্রথম জয় পেল দলটি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.