লালমনিরহাট সরকারী কলেজে “বার্ষিক বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি: “শিক্ষায় বন পরিবেশ, আধুনিক বাংলাদেশ;দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি” স্লোগানকে সামনে রেখে আজ ২৯ জুলাই সোমবার লালমনিরহাট সরকারি কলেজে বার্ষিক বৃক্ষরোপন কর্মসূচী ২০১৯” অনুষ্ঠিত হয়েছে৷ এ উপলক্ষে কলেজ চত্ত্বরে বিভিন্ন প্রকার গাছ লাগিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মুহ. সুজন শাহ-ই-ফজলুল মহোদয়।

কমিটির আহবায়ক সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে অধ্যক্ষ মহোদয় পলাশ ফুলের চারা রোপন করেন। কলেজ ক্যাম্পাসে সবুজায়নের অংশ হিসেবে এ কর্মসূচী পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচীতে পলাশ, হিজল, তমাল, নাগলিঙ্গম, কর্পুর, কদম,পান মশলা, কারিপাতা, মিষ্টি চেরী, পেয়ারা, লটকন, কমলালেবু, দেশী লেবু সহ আর অনেক প্রজাতীর গাছ লাগানো হয়।

এছাড়া, পাখিদের নিরাপদ আবাস্থল তৈরি করতে প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে গাছে কলস বেঁধে দেয়া হয়। এর ফলে কলেজ চত্ত্বরে পাখিদের আনাগোনা বাড়বে। একটি সবুজ প্রাকৃতিক পরিবেশে লালমনিরহাট সরকারি কলেজে পাঠদান প্রক্রিয়া অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট  প্রতিনিধি হাসানুজ্জামান হাসান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.